thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ডিএসইতে সূচক ও লেনদেনে পতন

২০১৭ এপ্রিল ১৯ ১৭:৫১:৪৪
ডিএসইতে সূচক ও লেনদেনে পতন

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কমেছে। একইসঙ্গে আর্থিক লেনদেন কমেছে। বুধবার (১৯ এপ্রিল) এ পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬ পয়েন্ট। যা আগের দিন কমেছিল ২৫ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৬৮৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন হয়েছিল ৭০৫ কোটি ৭১ লাখ টাকার। এ হিসাবে লেনদেন কমেছে ৫৭ কোটি ৫৩ লাখ টাকার বা ৮.১৫ শতাংশ।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে ১৪৪টি বা ৪৪.০৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৪৬টি বা ৪৪.৬৫ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি বা ১১.৩১ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ারের শেয়ার। এ দিন কোম্পানির ৩৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৩৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক।

লেনদেনে এরপর রয়েছে- বিডিকম, সিটি ব্যাংক, ডেসকো, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও প্রাইম ব্যাংক।

এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৪৪৫ পয়েন্টে। বাজারটিতে ৫৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৩৩টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তীত রয়েছে ২৩টির।


(দ্য রিপোর্ট/আরএ/এপ্রিল ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর