thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

রাবি শিক্ষক সমিতির নির্বাচন বৃহস্পতিবার

২০১৭ এপ্রিল ১৯ ১৮:৩৩:১৯
রাবি শিক্ষক সমিতির নির্বাচন বৃহস্পতিবার

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (রাবিশিস) নির্বাচন বৃহস্পতিবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল), বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম (সাদা প্যানেল) প্রতিদ্বন্দ্বিতা করছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে শিক্ষকদের ক্লাবে ভোট গ্রহণ চলবে।

হলুদ প্যানেল থেকে রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম (সভাপতি), আইবিএস’র পরিচালক অধ্যাপক ড. স্বরোচিষ সরকার (সহ-সভাপতি), পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল গনি (কোষাধ্যক্ষ), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন (সাধারণ সম্পাদক), নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফারুক শাহ (যুগ্ম সম্পাদক) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা প্যানেল থেকে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. ছায়েদুর রহমান পান্নু (সভাপতি), সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহাম্মদ শরীফুল ইসলাম (সহ-সভাপতি), এগ্রোনমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের অধ্যাপক মো. আমিনুল হক (কোষাধ্যক্ষ), ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এ. এন. এম. জাহাঙ্গীর কবীর (সাধারণ সম্পাদক), রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান (যুগ্ম সম্পাদক) পদে প্রতিদ্বন্দিতা করছেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপ্রিল ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর