thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮, ৭ বৈশাখ ১৪২৫,  32 রজব ১৪৩৯

পুঁজিবাজার বিটের সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন

২০১৭ এপ্রিল ১৯ ১৯:৪১:১৩
পুঁজিবাজার বিটের সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন

দ্য রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজার বিটের সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর উদ্যোগে ‘ফান্ডামেন্টালস অব ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচিতে পুঁজিবাজার বিটের সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্যসহ আরও কয়েকজন সাংবাদিক অংশ নেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট আবদুল হান্নান জোয়ার্দার বলেন, সাংবাদিকরা হচ্ছেন পাবলিক গেটকিপার। এ জন্য সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি। যে বিষয় নিয়ে সাংবাদিকরা কাজ করেন, সে বিষয়টি তাকে বুঝতে হবে। যেসব কনটেন্ট রয়েছে সেগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে।

সিএমজেএফ সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু বলেন, একজন সাংবাদিককে তার পেশায় টিকে থাকতে হলে উৎকর্ষতা বাড়াতে হবে। এ জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। সংগঠনের সাবেক সহ-সভাপতি হাসান ইমাম রুবেল তার বক্তব্যে সাংবাদিকদের প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার জন্য বিআইসিএমকে ধন্যবাদ।

(দ্য রিপোর্ট/এমকে/এপি/এপ্রিল ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবররে