thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৫ মে ২০১৮, ১১ জ্যৈষ্ঠ ১৪২৫,  ৮ রমজান ১৪৩৯

৪শ’ বছর পর পৃথিবীর সঙ্গে দেখা হচ্ছে গ্রহাণুর

২০১৭ এপ্রিল ১৯ ২২:৪৭:১১
৪শ’ বছর পর পৃথিবীর সঙ্গে দেখা হচ্ছে গ্রহাণুর

দ্য রিপোর্ট ডেস্ক : পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি বিশাল গ্রহাণু। নাম ২০১৪ জেও২৫। মঙ্গলবার সকালে নাসার গোল্ডস্টোন সোলার সিস্টেম র‌্যাডারে ধরা পড়েছে সে ছবি। আর এ গ্রহাণুর ৩০টি ছবিও প্রকাশ করেছে নাসা।

এর আগেই জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছিলেন, বুধবার দিন পৃথিবীর কাছে দিয়ে চলে যাবে জেও২৫ গ্রহাণুটি। যদিও পৃথিবী থেকে তার দূরত্ব থাকবে প্রায় ১৮ লক্ষ কিলোমিটার। খবর আনন্দ বাজারের।

মানে পৃথিবী থেকে চাঁদের যা দূরত্ব তার ৪.৬ গুণ দূরে থেকে এই গ্রহাণু উঁকি দিয়ে যাবে। এই গ্রহাণু পৃথিবীর ধারে কাছে আসার একটাই গুরুত্ব।

তা হল ৪শ’ বছর পর এটি ক্ষণিকের অতিথি হয়ে আসছে। এরপর ফের একে দেখা যাবে প্রায় ৫শ’ বছর পর, দাবি জ্যোতির্বিজ্ঞানীদের।

কেমন দেখতে জেও২৫?

ক্যালিফোর্নিয়ার নাসার জেট প্রোপালসলন ল্যাবরেটরির বিজ্ঞানী শান্তুনু নাইডু জানান, এ মুহূর্তে যে ছবি ধরা পড়েছে, তাতে দেখা গিয়েছে এই গ্রহাণুর দুটো অংশ যেটি লম্বা গলার মতো একটি জায়গা যুক্ত করেছে। গ্রহাণুটি লম্বায় প্রায় ২ হাজার ফুট। অর্থাৎ ১০ ফুট উচ্চতার ঘরের প্রায় ২শ’ তলার বাড়ির সমান লম্বা এই গ্রহাণু।

(দ্য রিপোর্ট/এফএস/এপ্রিল ১৯, ২০১৭) ‌‌‌‍

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবররে