thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭, ২ ভাদ্র ১৪২৪,  ২৫ জিলকদ ১৪৩৮

হাসপাতালে মিম, অসহায় অন্তু করিম (ভিডিও)

২০১৭ এপ্রিল ২০ ১৫:১০:৫০
হাসপাতালে মিম, অসহায় অন্তু করিম (ভিডিও)

দ্য রিপোর্ট প্রতিবেদক : কঠিন অসুখে হাসপাতালে ভর্তি হয়েছেন মারিয়া মিম। চিকিৎসক তার মনের মানুষ অন্তু করিমকে বলেছেন, বাঁচানোর সম্ভাবনা ক্ষীণ। প্রেমিকার জন্য মানসিকভাবে ভেঙে পড়েছেন অন্তু। এগুতে থাকে জীবন আর ভালোবাসার টানাপোড়েনের গল্প।

এটি কাজী শুভ এবং নদীর গাওয়া একটি গানের ভিডিও গল্প। গানটির নাম ‌‘রঙিলা আকাশ’। বৃহস্পতিবার (২০ এপ্রিল) মুক্তি পেয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

এ মিজানের লেখা গানটির সুর-সংগীতায়োজন করেছেন সুমন কল্যান। গল্পনির্ভর ইমোশনাল ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিউজিক ভিডিওর জনপ্রিয় দুই মুখ অন্তু করিম ও মারিয়া মিম।

‘রঙিলা আকাশ’ গানের ভিডিও

(দ্য রিপোর্ট/পিএস/এম/এপ্রিল ২০, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে