thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭, ২ কার্তিক ১৪২৪,  ২৬ মহররম ১৪৩৯

গেইনারের শীর্ষে আইসিবি

২০১৭ এপ্রিল ২০ ১৫:২৯:২৩
গেইনারের শীর্ষে আইসিবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বৃহস্পতিবারের (২০ এপ্রিল) লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এ দিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৭.৫৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার আইসিবির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৮২ টাকা। যা বৃহস্পতিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৯৫.৭ টাকায়। এ দিন কোম্পানির শেয়ার ১৮২.৪ টাকা থেকে ২০০.২ টাকায় লেনদেন হয়।

টপ টেন গেইনারের অপর ইস্যুগুলোর মধ্যে- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৬.২৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.২৪ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩.৮৫ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৩.৩৮ শতাংশ, লিবরা ইনফিউশনের ৩.০৩ শতাংশ, নর্দারন জুট ম্যানুফ্যাকচারিংয়ের ২.৮৬ শতাংশ, ম্যারিকো বাংলাদেশের ২.৭৯ শতাংশ, রহিম টেক্সটাইলের ২.৭৭ শতাংশ ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২.৪৯ শতাংশ দাম বেড়েছে।

দাম বাড়ার এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/এপ্রিল ২০, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবররে