thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

প্রধানমন্ত্রী দেশের রাজনীতিকে ‘প্রতিবন্ধী’ করে রেখেছেন : ফখরুল

২০১৭ এপ্রিল ২০ ১৬:৪২:৩৬
প্রধানমন্ত্রী দেশের রাজনীতিকে ‘প্রতিবন্ধী’ করে রেখেছেন : ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী প্রায়ই বিদেশ সফরে যান এবং শান্তিতে ফিরে আসেন। সম্প্রতি তিনি প্রতিবন্ধী (অটিজম) বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভুটানে গেছেন। কিন্তু তিনি তো দেশের রাজনীতিকে পুরোপুরি প্রতিবন্ধী করে রেখেছেন। মানুষকে পঙ্গু করে রেখেছেন সেদিকে কোনো খেয়াল নেই।’

বিএনপি নির্বাচনে না আসলেও শেখ হাসিনার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী নাসিমের দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনায় করে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনেবৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরেএক প্রতিবাদ সভায় এসব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ সকল গুম খুনের বিরুদ্ধে এ প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপি।

সরকারের অপকীর্তি বলে শেষ করা যাবে না উল্লেখ করে ফখরুল বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরে আমরা (বাংলাদেশ) কী পেয়েছি? প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পূর্ণ ব্যর্থ সফর। তিনি সেখানে শুধু দিয়ে এসেছেন, বিনিময়ে কিছুই নিয়ে আসতে পারেননি। এই সফরে এ দেশের মানুষ কী পেয়েছি তা জানি না। তবে প্রধানমন্ত্রীর বক্তব্যেই প্রমাণ হয়ে গেছে- আমি যা চেয়েছি তা পাইনি।’

তিনি আরো বলেছেন, ‘বিএনপিকে কিভাবে নির্বাচনে আনবেন সেই চেষ্টা করুন। নির্বাচনে না আসলে নিবন্ধন বাতিল হয়ে যাবে বলে বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপিকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।’

গুম-খুন-হত্যা নির্যাতন আওয়ামী লীগ সরকারের হাতিয়ারে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেছেন, ‘এরা (সরকার) জানে তারা জনগণ থেকে বিছিন্ন হয়ে গেছে। যারা আজ বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদেরকে যদি স্তব্ধ করা না যায় তাহলে ক্ষমতায় টিকে থাকা যাবে না। তাই অত্যাচার নির্যাতন-নিপীড়ন, গুম-খুন গ্রেফতার করে বিরোধী দলকে স্তব্ধ করার মাধ্যমে অনৈতিক-অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে সরকার।’

মির্জা ফখরুল বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের উপর ৮/৯ বছর যে স্টিম রোলার চালাচ্ছে তা পৃথিবীতে বিরল। গুম কোনো সভ্য দেশে নেই, আছে সেই সব দেশে যেখানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেনছেন, ‘আজকে প্রতিটি জায়গায় নতুন কমিটি হচ্ছে। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সংগঠিত হন। রাজনৈতিকভাবে সংগঠিত হন এবং সংগঠনের শক্তি বাড়ান। বিশেষ করে ঢাকা মহানগর বিএনপির যে নতুন কমিটি হয়েছে তাদের প্রতি আহ্বান থাকবে আপনার প্রতিটি মহল্লায় মহল্লায় কমিটি গঠনের মাধ্যমে বিএনপির দুর্গ গড়ে তুলুন।ভবিষ্যতে যাতে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীনদের পরাজিত করে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার গঠন করতে পারি।’

বিএনপির সহ প্রচার সম্পাদক আলীমুল ইসলাম খান আলিমের সঞ্চালনায় ও ভাইস চেয়ারম্যান শাহজাহানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন- ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর বিএনপি (দক্ষিণ) সিনিয়র সহ-সভাপতি মুন্সী বজলুল বাসিত আঞ্জু, মহানগর (উত্তর) সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক (দক্ষিণ) হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।

এ ছাড়াও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, যুবদলের সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট বক্তব্য রাখেন।

(দ্য রিপোর্ট/এস/জেডটি/এপ্রিল ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর