thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৫ মে ২০১৮, ১১ জ্যৈষ্ঠ ১৪২৫,  ৮ রমজান ১৪৩৯

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২০১৭ এপ্রিল ২০ ২০:৩৪:৫৯
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর ঘোড়াঘাটে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিক্সা চালক আব্দুস ছালাম (৫৫), অটোরিক্সা যাত্রী কবিরুল (২৮) এবং আব্দুস সালাম (৬৫) নামে ৩জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ যাত্রী।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল ৫টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়ক হরিপাড়া পুলিশ বক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত আব্দুস সালাম উপজেলার ভেলাইন গ্রামের আজিমুদ্দিনের ছেলে, কবিরুল একই এলাকার বাদিয়ার ছেলে এবং আব্দুস সালাম কানাগাড়ী গ্রামের বসির উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা আজহারুল ইসলাম সাথী জানান, বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়ক হরিপাড়া পুলিশ বক্সের কাছে দ্রুতগামী একটি হানিফ পরিবহনের একটি বাস একটি অটোরিক্সাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কায় অটোরিক্সা থেকে ছিটকে পড়ে অটোরিক্সা চালক ছালাম, যাত্রী সালাম ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হয় আরও ৩জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে কবিরুলকে কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘোড়াঘাট থানার ওসি ইসরাইল হোসেন ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপ্রিল ২০, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে