thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

কুড়িগ্রামে ভারতীয় নাগরিক আটক

২০১৭ এপ্রিল ২০ ২৩:৩৫:৫৭
কুড়িগ্রামে ভারতীয় নাগরিক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিযে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় আবু তালেব (৪৪) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার গোরকমন্ডল ক্যাম্পের টহলরত বিজিবি’র সদস্যরা তাকে আটক করে। পরে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয় বিজিবি।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধুলারকুটি সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ৯৩১ এর ২ এসের পাশ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় গোরকমন্ডল ক্যাম্পের নায়েক মোতাহার আলীর নেতৃত্বে টহলদল ওই ভারতীয় নাগরিককে আটক করে।

আটক আবু তালেব ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার কিষামত করলা গ্রামের মৃত আবেদ আলীর পুত্র।

ভারতীয় নাগরিক আটকের খবর পেয়ে কুচবিহার জেলার নারায়ণগঞ্জ ক্যাম্পের বিএসএফ’র পক্ষ থেকে বিজিবি’র কাছে পতাকা বৈঠকের জন্য পত্র পাঠায়। পরে গোরকমন্ডল নামাটারী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩১ এর ৫ এস পিলারের নিকট পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোরকমন্ডল ক্যাম্পের কমান্ডার হাবিলদার মিজান জানান, বিএসএফ ভারতীয় নাগরিককে ফেরৎ চেয়ে পত্র পাঠিয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/এপ্রিল ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর