thereport24.com
ঢাকা, বুধবার, ২০ জুন ২০১৮, ৬ আষাঢ় ১৪২৫,  ৫ শাওয়াল ১৪৩৯

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

২০১৭ এপ্রিল ২১ ১০:৫৭:৫৬
ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে নান্দাইল উপজেলার কানুরামপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সিএনজিচালক শাতিল মিয়া ও শাকিব মিয়া। তারা চাচাতো ভাই। তাদের বাড়ি উপজেলার রাজগাতী ইউনিয়নের দাশপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় হাঁসের বাচ্চা বিক্রি করে সিএনজি নিয়ে বাড়ি ফিরছিলেন শাতিল ও শাকিব। পথে সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। মায়ের দোয়া পরিবহন নামের বাসটি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা থেকে ঢাকা যাচ্ছিল।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। বাসের চালক পালিয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এম/এনআই/এনআই/এপ্রিল ২১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে