thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৫ মে ২০১৮, ১১ জ্যৈষ্ঠ ১৪২৫,  ৮ রমজান ১৪৩৯

নেইমারকে পেতে ক্রীড়া আদালতে যাবে বার্সা

২০১৭ এপ্রিল ২১ ১৩:০৫:২৩
নেইমারকে পেতে ক্রীড়া আদালতে যাবে বার্সা

দ্য রিপোর্ট ডেস্ক : বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমারের শাস্তি কমানোর জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কমিটিতে আপল করেছিল ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শাস্তি কমেনিআপি নেইমারের। তবে এতে দমে যায়নি বার্সা। নেইমারকে এল ক্লাসিকোতে খেলানোর চেষ্টা করে যাচ্ছে মরিয়া হয়ে। শেষ চেষ্টা হিসেবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ক্রীড়া আদালতেও যাচ্ছে বার্সা।

গত ৮ এপ্রিল লা লিগায় মালাগার বিপক্ষে ম্যাচে সহকারী রেফারির সঙ্গে অশালীন শব্দ ব্যবহারের দায়ে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন নেইমার। ফলে এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ হতেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার সময় রেফারির দিকে ব্যঙ্গাত্মক হাততালি দেওয়ায় আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা যোগ হয়। ফলে আগামী ২৩ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিগের ম্যাচটায় খেলতে পারবেন না নেইমার।

এই শাস্তির বিরুদ্ধেই রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) আপিল কমিটির কাছে আবেদন করেছিল বার্সা। কিন্তু সেই আবেদনে কোন ইতিবাচক ফল আসেনি। আগের শাস্তিই বহাল আছে নেইমারের। এবার শেষ চেষ্টা হিসেবে আরএফইএফের ক্রীড়া আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বার্সা। শুক্রবারই (২১ এপ্রিল) সেই আবেদন জমা দেওয়ার কথা কাতালান ক্লাবটির।

আগামী ২৪ এপ্রিল (সোমবার) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/এপ্রিল ২১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবররে