thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

মঙ্গল শোভাযাত্রা ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নয় : আরেফিন সিদ্দিক

২০১৭ এপ্রিল ২১ ১৬:৪৯:৪২
মঙ্গল শোভাযাত্রা ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নয় : আরেফিন সিদ্দিক

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর সব মানুষের মঙ্গল কামনা করেই পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা হয়। মঙ্গল শোভাযাত্রা ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নয়। যারা ধর্ম বোঝে না ও সাংস্কৃতি বোঝে না তারা মঙ্গল শোভাযাত্রা নিয়ে অযথা প্রশ্ন তোলেন।’

রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে শুক্রবার (২১ এপ্রিল) ‘বাঙালী জাতিসত্ত্বা ও বাংলা বর্ষবরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। বঙ্গবন্ধু পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

আরেফিন সিদ্দিক বলেছেন, ‘পহেলা বৈশাখের বর্ষবরণ বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য। বাংলার সংস্কৃতিকে ধারণ করেই আমরা সারা পৃথিবীতে এগিয়ে যাব।’

ঢাবি উপাচার্য আরো বলেছেন, ‘শুধু পহেলা বৈশাখের একদিন নয়, সারা বছরই বাংলার চর্চা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরেই একটি সিদ্ধান্ত নিয়েছে যে, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি দাপ্তরিক চিঠিতে বাংলা তারিখ লিপিবদ্ধ হবে।’

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-আয়োজক সংগঠনের ভারপ্রা্প্ত সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. জিন্নাত আলী, ঢাবি’র চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. নিসার হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ড. আক্তারুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া প্রমুখ। সভাপতিত্ব করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. এস এ মালেক।

(দ্য রিপোর্ট/এমএম/এস/জেডটি/এপ্রিল ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর