thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

লঙ্কাবাংলা ফাইন্যান্সের ইজিএম ৩১ মার্চ

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১১:১৮:০১
লঙ্কাবাংলা ফাইন্যান্সের ইজিএম ৩১ মার্চ

দ্য রিপোর্ট প্রতিবেদক : জিরো কূপন বন্ড ছাড়ার ব্যাপারে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ৩১ মার্চ বিশেষ সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে লঙ্কাবাংলা ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সকাল ১০টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, বাড়ি # ১৯, সড়ক # ৭, গুলশান-১, ঢাকায় ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএমে ৩০০ কোটি টাকা আকারের জিরো কূপন বন্ড ছাড়ার ব্যাপারে বিনিয়োগকারীদের সম্মতি নেওয়া হবে।

ইজিএমের বিনিয়োগকারী নির্বাচনের জন্য আগামী ৬ মার্চ রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।

বন্ড ইস্যুর মাধ্যমে প্রতিষ্ঠানটি চলমান ব্যবসায়িক মূলধন বাড়াবে। বিনিয়োগকারীদের সম্মতির পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/শাহ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর