thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

লাকী আখন্দের মৃত্যু, ফেসবুকে শোক

২০১৭ এপ্রিল ২২ ০৯:৫০:৪৭
লাকী আখন্দের মৃত্যু, ফেসবুকে শোক

দ্য রিপোর্ট প্রতিবেদক : পৃথিবীর বুকে আর কোনো দিন ফিরবেন না লাকী আখন্দ। তবে তার গান হয়তো হাজার বছর মানুষের হৃদয়ে নাড়া দেবে। গানের মাধ্যমেই বছরের পর বছর মানুষের মাঝে বেঁচে থাকবেন নন্দিত সংগীতশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা লাকী আখন্দ।

বরেণ্য এই শিল্পীর মৃত্যতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যেন পরিণত হয়েছে শোক বইয়ে। লাকীকে নিয়ে স্ট্যাটাস লিখছেন অনেকেই, কেউ কেউ লাকীর সঙ্গে কাটানো সময়ের ছবি ফেসবুকে প্রকাশ করে লিখছেন শোকবার্তা।

বরেণ্য সুরকার আলাউদ্দিন আলী বলেন, ‘গতকাল শুনলাম বাসায় আছো, খুব ভালো আছো। একটু আগে পৌনে ৮টায় এক সাংবাদিক জানালো, তুমি সন্ধ্যায় চলে গেছো। আল্লাহকে বলি-তোমায় দেখে রেখো, শান্তিতে রেখো।’

কুমার বিশ্বজিৎ বলেন, ‌‘আজও মনে পড়ে ১৯৭৭ সালে যেদিন তিনি আমাকে প্রথম অ্যালবামের জন্য গানটি দিয়েছিলেন। “যেখানে সীমান্ত আমার”-যে গানটি আমাকে দিয়েছে নতুন জীবন। বাংলাদেশের সংগীতাঙ্গনে লাকী ভাইয়ের অবদান ভুলে যাওয়ার নয়। আপনি সব সময় আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। প্রার্থনা করি, আপনি ওপারে স্বর্গসুখ পাবেন।’

নাট্যকার মাসুম রেজা বলেন, ‘এই নীল মনিহার, এই স্বর্ণালী দিনে তোমায় দিয়ে গেলাম শুধু মনে রেখো। বিদায়।’

কবি, নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা বলেন, ‘মৃত্যুর সাথেই বুঝি অভিমান ছিল তার। অবশেষে ডাক এলো। অভিমান ভেঙে চির-আনন্দের পথে পাড়ি জমালেন। আধুনিক বাংলা গানের হৃৎমণিখচিত নির্জন সুরদ্বীপ লাকী আখন্দ, বিদায়।’

ব্যান্ড তারকা শাফিন আহমেদ বলেন, ‘লাকী ভাই আপনি আমাদের অনেক কালজয়ী গান দিয়েছেন। আপনাকে আমাদের মাঝে রেখে দিতে পারলে বাংলা গানের জন্য মঙ্গল হতো। কিন্তু তা না পারায় আমরা দুঃখিত। আপনার গান আমরা উপভোগ করে যাবো। আপনি শান্তিতে থাকুন।’

চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী বলেন, ‘সত্যিকারের এক শিল্পী। সৃষ্টিতে, ব্যক্তিত্বে। কোনো দিন নিজেকে জাহির করতে দেখিনি তাকে। তার জন্য শ্রদ্ধাটা তাই মন থেকেই। ভালো থাকবেন কিংবদন্তি লাকী আখন্দ। আল্লাহ আপনাকে নিশ্চয় শ্রেষ্ঠ জায়গায় রাখবেন!’

এ ছাড়া বাংলাদেশী বংশোদ্ভূত আন্তর্জাতিক মডেল মাকসুদা আক্তার প্রিয়তি, চিত্রগ্রাহক রাশেদ জামান, অভিনেত্রী স্বাগতা, উপস্থাপিকা মারিয়া নূর, নায়ক নিরবসহ অনেকেই শোক প্রকাশ করেছেন ফেসবুকে।

এদিকে লাকী আখন্দের মৃত্যুর খবরে তার আরমানিটোলার বাসায় শুক্রবার রাতে ছুটে গিয়েছেন কণ্ঠশিল্পী খুরশীদ আলম, ফাহমিদা নবী, গীতিকবি আসিফ ইকবালসহ অনেকেই। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

(দ্য রিপোর্ট/পিএস/এম/এনআই/এপ্রিল ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর