thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

নতুন স্পন্সরের খোঁজে বিসিবি

২০১৭ এপ্রিল ২৩ ১২:০৬:৩৯
নতুন স্পন্সরের খোঁজে বিসিবি

দ্য রিপোর্ট ডেস্ক : বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবির সঙ্গে এ মাসেই শেষ হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি। তাই নুতন স্পন্সরের খোঁজে রয়েছে বিসিবি। এই উপলক্ষে ২৯ এপ্রিল স্পন্সরশিপের নতুন নিলাম অনুষ্ঠিত হবে।

নিলাম অনুষ্ঠিত হবার আগে দরপত্র দেওয়ার সুযোগ পাবে আগ্রহী প্রতিষ্ঠানগুলো। টাইগারদের পৃষ্ঠপোষক স্বত্বের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ কোটি টাকা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘জাতীয় দলের স্পন্সরশিপের নিলাম আগামী ২৯ এপ্রিল হবে। দুই বছরের জন্য আমরা নতুন চুক্তি করব, যার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ কোটি টাকা।’

২০১৫ সালে ভারতের বিপক্ষে হোম সিরিজের সময় বাংলাদেশ দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে পথ চলা শুরু করছিল বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি। সেই সময় ‘টপ অব মাইন্ডে’র কাছ থেকে স্পন্সরশিপ কিনে নিয়েছিল রবি আজিয়াটা লিমিটেড।

(দ্য রিপোর্ট/এনপিএস/এপ্রিল ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর