thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

সাড়ে ৫ মাসের মধ্যে ডিএসইর সর্বনিম্ন লেনদেন

২০১৭ এপ্রিল ২৩ ১৬:২৩:১৬
সাড়ে ৫ মাসের মধ্যে ডিএসইর সর্বনিম্ন লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রবিবার (২৩ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিগত সাড়ে ৫ মাসের মধ্যে সর্বনিম্ন আর্থিক লেনদেন হয়েছে। একইসঙ্গে মূল্যসূচক আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। এ ছাড়া এদিন ৮৫ শতাংশ কোম্পানির দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন ডিএসইতে ৫০৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ২০১৬ সালের ৬ নভেম্বর বা সাড়ে ৫ মাসের মধ্যে সর্বনিম্ন।

রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫৪৩৮ পয়েন্টে। যা চলতি বছরের ৮ ফেব্রুয়ারির মধ্যে বা ২ মাস ১৬ দিনের মধ্যে সর্বনিম্ন।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে ৩৩টি বা ১০.১৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২৭৪টি বা ৮৪.৫৭ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি বা ৫.২৫ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এ দিন কোম্পানির ৪৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইনের ১৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।

লেনদেনে এরপর রয়েছে- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সাইফ পাওয়ারটেক, আরএসআরএম স্টিল, শাহজিবাজার পাওয়ার, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, প্যারামাউন্ট টেক্সটাইল ও তুং হাই নিটিং।

এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ১৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০২১৫ পয়েন্টে। বাজারটিতে ৩৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৩৫টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তীত রয়েছে ১২টির।


(দ্য রিপোর্ট/আরএ/এপ্রিল ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর