thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

নাটোরে পরিত্যক্ত গ্রেনেড ও গুলি উদ্ধার

২০১৭ এপ্রিল ২৩ ১৮:২৬:৪৪
নাটোরে পরিত্যক্ত গ্রেনেড ও গুলি উদ্ধার

নাটোর প্রতিনিধি : সদর উপজেলার জালালাবাদ এলাকার একটি আম বাগানে মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১ টি গ্রেনেড ও ২৩ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।

রবিবার(২৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ গ্রামের সরকারপাড়া এলাকা থেকে এসব গুলি ও গ্রেনেড উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকার বাসিন্দা আব্দুল রফিক মিয়া জানিয়েছেন, দুপুর ১২টার দিকে কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ গ্রামের আব্দুল মান্নানের আম বাগানে গাছ কাটছিল শ্রমিকরা। এসময় গাছের গোড়ায় মাটি খুঁড়তে গেলে কোদালের সাথে মাটিতে পুঁতে রাখা একটি টিনের কৌটা উঠে আসে। কৌটাটি খোলার পর এসব গুলি ও গ্রেনেড দেখতে পায়। পরে থানায় খবর দিলে, পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক(এসআই) মামুন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি ও গ্রেনেডটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, উদ্ধার হওয়া গ্রেনেড ও গুলিগুলো স্বাধীনতা যুদ্ধের সময়ের।

(দ্য রিপোর্ট/একেএ/এপ্রিল ২৩,২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর