thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ধলাই নদীর বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৫ গ্রাম প্লাবিত

২০১৭ এপ্রিল ২৩ ১৮:২৮:১০
ধলাই নদীর বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৫ গ্রাম প্লাবিত

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্থানীয় ধলাই নদীর বাঁধ ভেঙে দুটি ইউনিয়ন ও পৌরসভার ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) সকাল থেকে নদীর পানি বেড়ে কমলগঞ্জের এসব এলাকা প্লাবিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দুই সপ্তাহ আগে গোপালনগর ও মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর এলাকার প্রতিরক্ষা বাঁধের পুরাতন দুটি ভাঙন দিয়ে পানি প্রবেশ করে। হঠাৎ রবিবার সকাল থেকে নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবতি হয় গোপালনগর, সোনান্দপুর, করিমপুর, জালালপুর ও মইদাইল এলাকা।

নদীর পানি বাড়ি-ঘরে ঢুকে পড়ায় পানিবন্দি হয়ে পড়েছে এখানকার ১৫০ পরিবার। এছাড়া তলিয়ে গেছে রাস্তাঘাট এবং ফসলি জমি। এতে চমর দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ।

এদিকে, আবহাওয়া পরিস্থিতি ভালো না থাকায় রাতে বৃষ্টি হলে অবস্থার আরও অবনতির হতে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি। তবে, উপজেলা প্রশাসন বিষয়টি নজরদারীতে করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এজে/এপ্রিল ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর