thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

শ্রমিক বিরোধী আইন বাতিলের দাবিতে মানববন্ধন

২০১৭ এপ্রিল ২৩ ১৯:১১:৩৫
শ্রমিক বিরোধী আইন বাতিলের দাবিতে মানববন্ধন

দ্য রিপোর্ট প্রতিবেদক : সড়ক পরিবহন আইন-২০১৭ থেকে চালকের ফাঁসিসহ শ্রমিক বিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি জানিয়েছে ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা, মিশুক চালক ও শ্রমিক ইউনিয়ন। জাতীয় প্রেস ক্লাবের সামনে রবিবার (২৩ এপ্রিল) এক শ্রমিক মানববন্ধনে সংগঠনের সভাপতি রুস্তম আলী সরদার এ দাবি জানিয়েছেন। ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা, মিশুক চালক ও শ্রমিক ইউনিয়ন এ মানববন্ধন আয়োজন করে।

বক্তারা বলেছেন, সড়ক পরিবহন আইন- ২০১৭ থেকে চালকের ফাঁসিসহ শ্রমিক বিরোধী সকল কালাকানুন বাতিল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যান্ত আন্দোলন চলবে।

মানববন্ধনে বক্তব্য দেন-আয়োজক সংগঠনের সহ-সভাপতি আ. মান্নাফ, আ. জাব্বার, সাংগঠনিক সম্পাদক নুর মোরশেদ, মাসুদ, মালেক, বারেক, সাইফুর রহমান, নিলু, নাছির, সোনা মিয়াসহ ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা, মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা। সঞ্চালনা করেন ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা, মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন দুলাল। সংহতি জানিয়ে বক্তব্য দেন শ্রমিক নেতা আবুল হোসাইন ও মো. তাজুল ইসলাম।

(দ্য রিপোর্ট/এমএম/জেডটি/এপ্রিল ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর