thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

‘কদমতলী থেকে চুনকুটিয়া পর্যন্ত ফ্লাইওভার হবে’

২০১৭ এপ্রিল ২৩ ১৯:২০:৫১
‘কদমতলী থেকে চুনকুটিয়া পর্যন্ত ফ্লাইওভার হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতায় কদমতলী থেকে চুনকুটিয়া পর্যন্ত ৬৬৪ মিটারের নতুন ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জা‌নি‌য়ে‌ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর নগর ভবনে রবিবার (২৩ এপ্রিল) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের নবম সভা শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেছেন, ‘কদমতলী ইন্টার সেকশন থেকে দক্ষিণে বাবুবাজার ব্রিজ হয়ে চুনকুটিয়া ইন্টারসেকশন পর্যন্ত রাজউকের এই ফ্লাইওভার হবে। ৬৬৪ মিটারের ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে উন্নয়নের যন্ত্রণা যেন না হয়; জনদুর্ভোগ সহনীয় পর্যায়ে রাখতে এফিসিয়েন্ট ট্রাফিক ব্যবস্থা রাখতে হবে। এ জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।’

ওবায়দুল কাদের আরো বলেছেন, ‘আমাদের ফ্লাইওভারের অভিজ্ঞতা সুখকর নয়। জনদুর্ভোগ শুরু হয়ে যায়। আর সামনে নির্বাচন। অন্য ফ্লাইওভারের কারণে জনগণ সাফার করেছে।’

‌তি‌নি আরো বলেছেন, ‘হলি আর্টিজানের (গুলশানে) জঙ্গি হামলার ঘটনার পর বন্ধ হয়ে যাওয়া মেট্রো রেলের কাজও শুরু হয়েছে। এমআরটি এর লাইন ১ ও ৫ এর কাজ চলছে। হামলার ঘটনার পর বিদেশিরা চলে গিয়েছিল। কাজ বন্ধ হয়ে গিয়েছিল। এখন তারা এসে কাজ শুরু করেছেন।’

সেতুমন্ত্রী আরো বলেছেন, ‘ফেনীতে ৪ লেনের ফ্লাইওভার হচ্ছে। কিন্তু সেখানে দুর্ভোগ নেই। সেনাবাহিনী কাজ করলে ট্রাফিকটা নিয়ন্ত্রণ রাখতে পারে। কিন্তু মেয়র হানিফ ফ্লাইওভারে দুর্ভোগ হয়েছে। চট্টগ্রাম শহরের উপর ফ্লাইওভার বানাতে গিয়ে দুর্ভোগ তৈরি করা হয়েছে। মৌচাক ফ্লাইওভারে কি হচ্ছে? সামনের সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জনদুর্ভোগ নিয়ন্ত্রণ করতে না পারলে এটি করার দরকার নেই। আপনারা কিভা‌বে করবেন, তা দেখবেন।’

(দ্য রিপোর্ট/এমএসআর/জেডটি/এপ্রিল ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর