thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

ডোমারে ছাত্রীকে উত্যক্ত করায় বখাটের ৬ মাসের জেল

২০১৭ এপ্রিল ২৩ ২০:০৬:৩৩
ডোমারে ছাত্রীকে উত্যক্ত করায় বখাটের ৬ মাসের জেল

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার ডোমারে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে রমজান আলী জেলাল(২৫) নামে এক বখাটের ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. সাবিহা সুলতানা রবিবার (২৩ এপ্রিল) বিকেলে এই দণ্ড প্রদান করেন।

বখাটে রমজান আলী জেলাল উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা মুছারমোড় এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার কেতকিবাড়ী ইউনিয়নের কাজীরহাট ধনীপাড়ার রমজান আলীর মেয়ের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে জেলালের সখ্যতা গড়ে উঠে। এরই এক পর্যায়ে জেলাল তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু ঐ ছাত্রী বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় জেলাল তাকে বিভিন্নভাবে উত্যক্ত করতে শুরু করে।

পরে শনিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে জেলাল ঐ ছাত্রীর বাসায় প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে থানায় সোপর্দ করে। রবিবার বিকেলে তাকে ডোমার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ডোমার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, জেলালকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপ্রিল ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর