thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

নিখোঁজের একদিন পর ভেড়ামারা থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

২০১৭ এপ্রিল ২৩ ২১:২৫:০১
নিখোঁজের একদিন পর ভেড়ামারা থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি : জেলার ভেড়ামারা উপজেলায় নিখোঁজের একদিন পর নবম শ্রেনীর ছাত্র নিশাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, কুমারখালী উপজেলায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে রিয়াজুল ইসলাম (৬০) নামে আরও ১ জন নিহত হয়েছেন।

রবিবার(২৩ এপ্রিল) নিশাদের নিজ স্কুল জগস্বর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার দ্য রিপোর্টকে জানিয়েছেন, রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে জুনিয়াদহ ইউনিয়নের জগস্বর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে নদী থেকে ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র নিশাদের লাশ উদ্ধার করা হয়েছে। নিশাদ পার্শ্ববর্তী পরানখালী গ্রামের সাজেদুল করিম বিদ্যুৎ এর ছেলে।

জানাগেছে, নিশাদ গত ২২ এপ্রিল(শনিবার) বের হয়ে বাড়ী ফেরেনি। রবিবার নদীতে তার লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

এদিকে, কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামে বাড়ীর সামনে সাউন্ড সিষ্টেম বসাতে বাধা দেওয়ায় দূর্বৃত্তরা রিয়াজুল ইসলাম নামের ১ জনকে বুকে ছুরিকাঘাত করে। দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৬টার দিকে তার মৃত্যু হয়। এলাকাবাসী জানায়, শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন হবে বলে সাউন্ড সিষ্টেম বসাতে বাধা দেন রিয়াজুল। এতে ক্ষুব্ধ হয়ে দূর্বৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করে।

এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান দ্য রিপোর্টকে জানিয়েছেন, হত্যাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশ দু’টি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এজে/এপ্রিল ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর