thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

শাকিবকে উকিল নোটিস পাঠানোর সিদ্ধান্ত সোমবার

২০১৭ এপ্রিল ২৪ ১০:৪২:০২
শাকিবকে উকিল নোটিস পাঠানোর সিদ্ধান্ত সোমবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : শাকিব খানের বিরুদ্ধে উকিল নোটিস পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ সোমবার। পরিচালকদের হেয় করে কথা বলার অভিযোগের বিষয়টি আজ পরিচালক সমিতির সভায় উঠানো হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’ এ তথ্য জানান পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বিদেশে থাকায় গত শনিবার এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা থাকলেও সেটি নেয়া হয়নি। বদিউল আলম খোকন বলেন, ‘সোমবার দুপুরে সমিতির সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খান পরিচালকদের হেয় করে কথা বলেছেন। এই অভিযোগে শাকিবকে উকিল নোটিস পাঠানোর ব্যাপারে ভাবছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

শাকিব খান সাক্ষাৎকারে বলেছেন, ‘যেহেতু এখন বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকদের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন? আমার মনে হয় এই দেশে এক নম্বর হওয়াটা একটা যন্ত্রণার ব্যাপার। একদিন বা দুইদিনের জন্য হলে ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন প্রথম স্থান ধরে রাখলে তখন শত্রুর অভাব হয় না।’

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/এপ্রিল ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর