thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

চোখের জলে নদী হয় না : মেনন

২০১৭ এপ্রিল ২৪ ১১:২৭:৪৫
চোখের জলে নদী হয় না : মেনন

বেরোবি প্রতিনিধি : ‘চোখের জলে যেমন নদী হয় না তেমনি তোরসার জলেও তিস্তা হয় না’ তিস্তা চুক্তি বাস্তবায়ন শিরোনামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ কথা বলেন। রংপুরের সার্কিট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।

রবিবার রাত 8টার (২৪ এপ্রিল) দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’ এ মতবিনিময় সভা আয়োজন করে।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে এ সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যাক্ষ নজরুল ইসলাম হক্কানী বলেন, ‘তিস্তা চুক্তির কোন বিকল্প নাই। সুতরাং এ চুক্তি বাস্তবায়ন করতেই হবে।’

এ সভার সভাপতির বক্তব্যে এ বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও রসায়ন বিভাগের শিক্ষক নুরুজ্জামান খান বলেন, ‘যেহেতু তিস্তা চুক্তির কোন বিকল্প নাই তাই এটি বাস্তবায়ন করতেই হবে। বর্তমান সরকারের আমলেই এ চুক্তি বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।’

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/এপ্রিল ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর