thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

দেশব্যাপী লঞ্চ চলাচল বন্ধ

২০১৭ এপ্রিল ২৪ ১২:৩৮:৫৩
দেশব্যাপী লঞ্চ চলাচল বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশর অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তপক্ষের (বিআইডব্লিউটিএ) জয়েন্ট ডিরেক্টর মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সদরঘাটে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের দায়িত্বে রয়েছেন।

তিনি জানান, অতিবৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সারাদেশে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া সকালে সদরঘাট থেকে বিভিন্ন নৌ-রুটের কোনো লঞ্চ ছেড়ে যায়নি। সাধারণত ২ নম্বর সংকেত থাকলে ৬৫ আসনের নিচে সব ধরনের ছোট লঞ্চ চলাচল বন্ধ থাকে। আর ৩ নম্বর সংকেত থাকলে ক্ষেত্র বিশেষে বড় লঞ্চগুলো চলাচল করে। কিন্তু ৩ নম্বর সংকেতের সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় বড় লঞ্চগুলোও চলাচল বন্ধ রাখা হয়েছে।

আবহাওয়া অধিদফতর থেকে সবুজ সংকেত পেলে আবারও লঞ্চ চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এআরই/এনআই/এপ্রিল ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর