thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

মানবতাবিরোধী অপরাধ

আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২০১৭ এপ্রিল ২৪ ১৩:১১:৩১
আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দ্য রিপোর্ট প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুরের নকলা উপজেলার এক আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৪ এপ্রিল) বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারির নির্দেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন বিচারপতি মো. সোহরাওয়ারদী।

পরোয়ানা জারি হওয়া তিনজনের মধ্যে দুজন হলেন- মোখলেছুর রহমান তারা ও অ্যাডভোকেট আকরাম হোসেন ও ড. এমদাদুল হক ওরফে খাজা।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া ‍সুলতানা চমন।

তদন্তের স্বার্থে এই তিন আসামিকে গ্রেফতার করা প্রয়োজন উল্লেখ করে রবিবার বিকেলে ট্রাইব্যুনালে একটি আবেদন করে প্রসিকিউশন। সোমবার সেই আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

(দ্য রিপোর্ট/কেআই/এআরই/এনআই/এপ্রিল ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর