thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

সুনামগঞ্জের শেষ সম্বল পাকনার হাওর তলিয়ে গেছে

২০১৭ এপ্রিল ২৪ ১৩:৫৫:৫০
সুনামগঞ্জের শেষ সম্বল পাকনার হাওর তলিয়ে গেছে

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জমালগঞ্জ উপজেলার উড়ার বন বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে পাগনার হাওরের সাড়ে ৯ হাজার হেক্টর বোরো ফসল।

সোমবার (২৪ এপ্রিল) সকাল ৬টার দিকে কৃষকের শ্রম আর ঘামকে উপেক্ষা করে বাঁধটি ভেঙে যায়।

জমালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম তালুকদার ছুনা মিময়া জানান, গতকাল ২৫ দিন ধরে দিন ধরে পাগনার হওরের বাঁধটি ঠিকিয়ে রাখার জন্য কৃষকরা প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে কৃষক-জনতার শ্রম আর ঘামকে উপেক্ষা করে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সকালে বাঁধটি ভেঙে যায়।

সুনামগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহেদুল ইসলাম জানান পাকনার হাওরে এবার ৯ হাজার ৪ শত ৫৫ হেক্টর বোরো ধান চাষাবাদ করা হয়েছিল।

এর আগে রবিবার জেলার তাহিরপুর উপজেলার শনির হাওরের ফসল এভাবে বাঁধ ভেঙ্গে তলিয়ে যায়।

উল্লেখ্য, গত ২৯ মার্চ থেকে জেলার বড় বড় ৪৪টি হাওরের ফসল একই ভাবে বাঁধ ভেঙ্গে হাওরগুলো তলিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এআরই/এপ্রিল ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর