thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব স্মরণিকার মোড়ক উন্মোচন

২০১৭ এপ্রিল ২৪ ১৬:২১:৪০
সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব স্মরণিকার মোড়ক উন্মোচন

পাবনা প্রতিনিধি : পাবনায় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব ‘স্মরণিকা ২০১৬’ এর মোড়ক উন্মোচন হয়েছে। সোমবার(২৪ এপ্রিল) সকালে পাবনা শহরের গোপালপুর হেমসাগর লেনে অবস্থিত সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িতে এক অনুষ্ঠানে এ মোড়ক উন্মোচন করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক রেখা রানী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক মনোয়ার হোসেন জাহেদী, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, মনোরঞ্জন মন্ডল মনোজ, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবিসহ অনেকে।

বক্তারা বলেন, পাবনাবাসীর প্রাণের দাবি ছিল বাড়িটি উদ্ধারের পর সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখতে তার পৈত্রিক বাড়িতে স্মৃতি সংগ্রহশালা ও ফিল্ম ইন্সটিটিউট করার। জেলা প্রশাসন ইতোমধ্যে বাড়িটিতে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা গড়ে তোলার কাজ শুরু করেছে। দ্রুত সেখানে একটি ফিল্ম ইন্সটিটিউট গড়ে তোলার কাজ শুরু করতে হবে।’

পরে ফিতা কেটে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব ‘স্মরণিকা ২০১৬’ এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। স্মরণিকায় বিভিন্ন লেখকের ৯টি লেখা ও সুচিত্রা সেনের জন্মবার্ষিকী ও চলচ্চিত্র প্রদর্শনীর বেশকিছু ছবি রয়েছে।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/এপ্রিল ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর