thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

নারী নির্যাতন মামলায় চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কারাগারে

২০১৭ এপ্রিল ২৪ ১৯:৫০:৩৬
নারী নির্যাতন মামলায় চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কারাগারে

চুয়াডাঙ্গা প্রতিনিধি : নারী নির্যাতন মামলায় চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক মো. রোকনুজ্জামান তার জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১২ জুলাই চুয়াডাঙ্গা পৌরসভা কার্যালয়ে ইপিআই সুপারভাইজার আফরোজা পারভীনকে (বর্তমানে চাকরিচ্যুত) ধর্ষণের চেষ্টা করেন সচিব কাজী শরিফুল ইসলাম। এ অভিযোগ এনে শরিফুলকে আসামি করে ১৬ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন-১ আদালতে মামলা দায়ের করেন আফরোজা। এ ঘটনার পর কাজী শরিফুল ইসলাম উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জন্য অন্তঃর্বর্তীকালীন জামিন নেন এবং নিম্ন আদালতে ৪ সপ্তাহ পর তাকে হাজির হওয়ার নিদের্শ দেন। কিন্ত শরিফুল নিম্ন আদালতে হাজির না হয়ে দীর্ঘদিন পলাতক ছিল। তিনি সোমবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক অধিকতর শুনানির জন্য আগামী ২৭ এপ্রিল দিন ধার্য্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপ্রিল ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর