thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

দিনাজপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

২০১৭ এপ্রিল ২৪ ২০:৪৬:০৯
দিনাজপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি : জেলার চিরিরবন্দর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে নিক্কন অধিকারী (৮) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) ভোরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে চড়কডাঙ্গা মৈত্রী বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো।

নিক্কন অধিকারী চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাঁইতাড়া গ্রামের নারায়ণ চন্দ্র অধিকারীর ছেলে।

নিহতের বাবা নারায়ণ চন্দ্র অধিকারী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রবিবার (২৩ এপ্রিল) বিকেলে প্রতিবেশির বাড়ির অনুষ্ঠান থেকে নিজ বাড়িতে ফেরার পথে রাস্তায় নিক্কনকে বিষধর সাপ কামড় দেয়। এতে তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া না হওয়ায় বিষয়টি গুরুত্ব দেয়নি। কিন্তু রাতে তার শরীরে সাপের বিষক্রিয়া শুরু হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে সে মারা যায়।

চড়কডাঙ্গা মৈত্রী বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক ডালিম চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এজে/এপ্রিল ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর