thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

সুনামগঞ্জের ৯০ ভাগ ফসল তলিয়ে গেছে : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

২০১৭ এপ্রিল ২৪ ২০:৫৪:৫৯
সুনামগঞ্জের ৯০ ভাগ ফসল তলিয়ে গেছে : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

সুনামগঞ্জ প্রতিনিধি : জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহেদুল হক জানিয়েছেন, টানা বৃষ্টি আর বাঁধ ভেঙ্গে ইতোমধ্যে জেলার ৯০ ভাগ ফসল তলিয়ে গেছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় জেলা স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, জেলার ১১টি উপজেলার বড় ৪৬টি হাওরের মধ্যে সবক’টি হাওর ডুবে গেছে। এ কারণে জেলার আর কোন হাওরের ফসল তোলার মতো কোন পরিস্থিতি নেই। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি।

জাহেদুল হক আরও জানিয়েছেন, জেলার ৩ লাখ ৩৩ হাজার কৃষি পরিবারের মধ্যে ৩ লাখ কৃষকই সম্পূর্ণ ফসল হারিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (হাসপাতাল ও ক্লিনিক) অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের (পরিকল্পনা ও উন্নয়ন) মহাপরিচালক এএইচএসএম এনায়েত হোসেন।

সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. আশুতোষ দাশের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. বেলাল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা শঙ্কু রঞ্জন দাস প্রমুখ।

উল্লেখ্য, ২৯ মার্চ থেকে জেলার বড় বড় ৪৬টি হাওরের ফসল একই ভাবে বাঁধ ভেঙ্গে হাওরগুলো তলিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এজে/এপ্রিল ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর