thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

‘ডিস ব্যবসা নিয়ন্ত্রণে নিতে রানাকে হত্যা করা হয়’

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৩:১৭:৪২
‘ডিস ব্যবসা নিয়ন্ত্রণে নিতে রানাকে হত্যা করা হয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ডিস ব্যবসাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান রানাকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছেন গ্রেফতার হওয়া দুই আসামি কামরান ও সাদ্দাম হোসেন।

সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে রবিবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচর এলাকা থেকে কামরান ও সাদ্দামকে গ্রেফতার করা হয়।

পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেন, মগবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী রনি ডিস ব্যবসা একক নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তার সহযোগীদের নিয়ে ২৩ জানুয়ারি সন্ধ্যায় মগবাজার মোড়ে মাহবুবুর রহমান রানার ওপরে আক্রমণ চালায়। এ সময় তারা এক রাউন্ড গুলি ছোড়ে ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

যুগ্ম-কমিশনার আরও জানান, কামরানের স্বীকারোক্তিতে তার মগবাজারের বাসা থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে।

সংবাদ সম্মেলন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় ও সহকারী কমিশনার মিডিয়া সাত্যকি কবিরাজ ঝুলন উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এনইউডি/এসবি/এজেড/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর