thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ হলো স্কুলমাঠের গরুর হাট

২০১৭ এপ্রিল ২৪ ২২:৪৪:১৪
শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ হলো স্কুলমাঠের গরুর হাট

দিনাজপুর প্রতিনিধি : বীরগঞ্জের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়দের আন্দোলনের মুখে খেলার মাঠে গরুর হাট বন্ধ করে দিয়েছে ইজারাদার।

সোমবার (২৪ এপ্রিল) আন্দোলনের অংশ হিসেবে হাটেরদিন স্কুল মাঠের মূল গেটে তালা লাগিয়ে দেয় সচেতন নাগরিক সমাজ ও শিক্ষার্থীরা।

স্কুল শিক্ষার্থীরা ছাড়াও সচেতন নাগরিক সমাজের ব্যানারে আন্দোলনে অংশ নেন গোলাপগঞ্জ আঞ্চলিক শাখার আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন সরকার, মরিচা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক শামিম আহমেদ।

আন্দোলনে অংশ নেওয়া ১০ম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন দাবি করেন, ফিরে পাওয়া মাঠে আর যেন গরুর হাট বসানো না হয়।

মরিচা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রজিবুল ইসলাম জানিয়েছেন, বিদ্যালয় মাঠের প্রায় পুরো জায়গায় হাট বসাতে, বিপন্ন হয়ে উঠেছিল মাঠ ও বিদ্যালয়ের পরিবেশ। যার ফলে অনেক শিক্ষার্থী হাটবারে বিদ্যালয়ে আসতে অপারগতা প্রকাশ করতো। বিদ্যালয়ের মাঠজুড়ে গরুর বর্জ্য ও আবর্জনায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছিল। মাঠে গরুর হাট বসায় দেখা দিয়েছে বড় বড় গর্ত। শিক্ষার্থীরা খেলাধুলাও করতে পারতো না।

গোলাপগঞ্জ আওয়ামী লীগের আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন জানিয়েছেন, সপ্তাহে দুই দিন ওখানে গরুর হাট বসানো হতো। দুপুর ১টা থেকে গরুর হাটে বেচাকেনা শুরু হয়ে চলতো সন্ধ্যা পর্যন্ত। এতে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতো।

এদিকে, এ ব্যাপারে গরুর হাট ইজারাদার নওসাদ বলেছেন, ‘স্কুল মাঠ থেকে গরুর হাট সরিয়ে এনেছি। আর সেখানে হাট বসবে না।’

(দ্য রিপোর্ট/এজে/এনআই/এপ্রিল ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর