thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

লাকী আখন্দের কুলখানী অনুষ্ঠিত

২০১৭ এপ্রিল ২৪ ২৩:৩২:৩৩
লাকী আখন্দের কুলখানী অনুষ্ঠিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : নন্দিত সঙ্গীতশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা লাকী আখন্দের কুলখানি সোমবার বাদ আছর শিল্পীর আরমানিটোলার বাড়ির পাশের সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। লাকী আখন্দের গান গেয়ে সম্মান পেয়েছেন এমন অনেক শিল্পীকেই দেখা যায়নি কুলখানিতে।

কুলখানিতে উপস্থিত ছিলেন সৈয়দ হাসান ইমাম, সংগীত পরিচালক শেখ সাদি খান, বাবু, হাবলু, বাপ্পা মজুমদার, মিনার রহমান, অভিনয়শিল্পী শারমিন লাকি, গীতিকার শাহান কবন্ধ প্রমুখ।

মাত্র তিন দিন আগে গত শুক্রবার ৬১ বছর বয়সে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি সুরকার, সংগীত পরিচালক, সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দ্।

২০১৫ সালে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়েছিল। ব্যাংককে ছয় মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ফিরে ভর্তি হন বিএসএমএমইউতে। মৃত্যুর কয়েকদিন আগে হাসপাতাল থেকে আরমানিটোলার বাসা ফিরে গিয়েছিলেন লাকী আখন্দ্।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/এপ্রিল ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর