thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

নাট্যশালায় ‘গহর বাদশা ও বানেছা পরী’

২০১৭ এপ্রিল ২৫ ১০:৫৬:০৩
নাট্যশালায় ‘গহর বাদশা ও বানেছা পরী’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আজ মঙ্গলবার(২৫ এপ্রিল) সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাগরিক নাট্যাঙ্গনের ২০তম প্রযোজনা ‘গহর বাদশা ও বানেছা পরী’।

উজিরের চক্রান্তে গিলামাইট বনে গহর বাদশার দুর্দশা ও বানেছা পরীর সঙ্গে তার প্রেমের আখ্যান নিয়ে এগিয়েছে নাটকটির গল্প। নাটকটির ২৩তম মঞ্চায়ন হবে বলে নাগরিক থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দক্ষিণাঞ্চলের লোকগাথা অবলম্বনে পালাটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন হৃদি হক। সেই সঙ্গে বানেছা পরী চরিত্রে অভিনয় করেছেন তিনি।

নাটকটির কোরিওগ্রাফি করেছেন ওয়ার্দা রিহ্যাব। সঙ্গীত পরিচালনা করছেন কামরুজ্জামান রনি। সেট পরিকল্পনা করেছেন সাজু খাদেম এবং আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান।

২০১৫ সালের ১৭ নভেম্বর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় নাটকটির প্রথম প্রদর্শনী হয়।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/এপ্রিল ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর