thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

সুনামগঞ্জে মাছ শিকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার

২০১৭ এপ্রিল ২৫ ১৩:৫৫:১৫
সুনামগঞ্জে মাছ শিকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে হাওরে মাছ শিকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ করে জেলা মৎস্য কর্মকর্তা শঙ্কর রঞ্জন দাস এ ঘোষণা দেন।

জেলা মৎস্য অফিস জানায়, জেলার বিভিন্ন হাওরে অ্যামোনিয়া গ্যাসের কারণে মাছের মড়ক দেখা দেওয়ায় ১৮ এপ্রিল জেলা প্রশাসন মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করে। মঙ্গলবার এ নিষেধাজ্ঞার এক সপ্তাহ পার হওয়ায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সঙ্গে পরামর্শ করে জেলা মৎস্য অফিস এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন।

জেলা মৎস্য কর্মকর্তা শঙ্কর রঞ্জন দাস জানান, মাছ শিকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সতেজ ও তাজা মাছ খাওয়ার জন্য জনসাধারণকে পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহরের বিষয়টি উপজেলা মৎস্য অফিসগুলোকে মাইকিং করে এলাকার জনসাধারণকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এস/এআরই/এপ্রিল ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর