thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

চাতলাপুর চা বাগানে নারী শ্রমিকদের কর্মবিরতি

২০১৭ এপ্রিল ২৫ ১৯:২৪:১৬
চাতলাপুর চা বাগানে নারী শ্রমিকদের কর্মবিরতি

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের নারী শ্রমিকরা মঙ্গলবার (২৫ এপ্রিল) কর্মবিরতি পালন করেছে।

ঘর মেরামত, মান সম্মত স্যানিটেশন, পানীয় জলের সু-ব্যবস্থা, নারী শ্রমিকদের পাতি উত্তোলনে কেজি প্রতি ২ টাকা থেকে বৃদ্ধি করে ৫ টাকাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে ২২ এপ্রিল বাগান ব্যবস্থাপক বরাবর লিখিত আবেদন করে নারী শ্রমিকরা। বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি বাস্তবায়নে কোন পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষুব্ধ নারী শ্রমিকরা এদিন কর্মবিরতি পালন করে।

চাতলাপুর চা বাগানের শ্রমিক বাসন্তী বাউরী, প্রদিব গোয়ালা, ঝরনা বাউরী জানান, ঘর মেরামত, মানসম্মত স্যানিটেশন, সেকশন ও টিলাভূমিতে কাজ চলাকালীন সময়ে পানীয় জলের সুব্যবস্থা, পাতি উত্তোলনকৃত নারী শ্রমিকদের নির্ধারিত নিরিখ ১ম দফা পাতি ২০ কেজি ও ২য় দফা ১৬ কেজি পুরো করার পরও অতিরিক্ত সময়ে কেজি প্রতি ২ টাকার পরিবর্তে ৫ টাকা প্রদান, কীটনাশক ছিটানো শ্রমিকদের সরাঞ্জামাদি প্রদান, উন্নত চিকিৎসা ব্যবস্থা, পাহাড়ি অঞ্চলে কাজ করতে গেলে বন্যপ্রাণির আক্রমণ থাকায় পাহাড়ি এলাকায় কাজ চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা প্রদান, বিভিন্ন সময়ে চা গাছে বিষাক্ত পোকার আক্রমণে গুরুতর আহত হলে দ্রুত হাসপাতালে প্রেরণের ব্যবস্থা এসব দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়। কর্তৃপক্ষ এসব বিষয়ে গুরুত্ব না দিয়ে নিরিখ বাড়ানোর দাবি জানালে নারী শ্রমিকরা বাধ্য হয়ে মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করছে।

মঙ্গলবার বিকেল পর্যন্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে কোন আলোচনা হয়নি। তবে চা বাগানের শ্রমিক সন্তান শ্যামল অলমিক জানান, ব্যবস্থাপক পঞ্চায়েতদের নিয়ে অফিসে বৈঠকে বসেছেন।

এ ব্যাপারে জানতে চেয়ে চাতলাপুর চা বাগান ব্যবস্থাপক ইফতেখার এনামের মোবাইল ফোনে কয়েক দফা ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বলেন, চা বাগানে শ্রমিকরা আন্দোলনমুখী। পৌনে ৪টায় অফিস কক্ষে তৃতীয় পক্ষের সমঝোতা বিষয়ে আলোচনা চলছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপ্রিল ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর