thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

গরমে থাকুক পেট ঠাণ্ডা

২০১৭ এপ্রিল ২৬ ০০:০২:৪০
গরমে থাকুক পেট ঠাণ্ডা

দ্য রিপোর্ট ডেস্ক : রোজই বাড়ছে তাপমাত্রা। অন্যবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। কিন্তু গুমোটভাব আর শুষ্কভাব এবারের গরমের বৈশিষ্ট্য। মাথা ধরা, অ্যাসিডির মতো সমস্যা এই গরমে শারীরিক অসুস্থতার প্রধান উপসর্গ।

তবে এগুলো পেট ঠাণ্ডা রেখেই মোকাবিলা করা যায়। জেনে নেওয়া যাক চার উপায়-

আগে বাড়িতে মাটির কলসিতে পানি রাখা হত। এখন আমরা বোতলে ভরে ফ্রিজে পানি রাখতেই অভ্যস্ত। গরমকালে মাটির কলসিতে পানি রাখার বৈজ্ঞানিক ভিত্তি ছিল। মাটির কলসিতে রাখা পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে ও প্রস্রাব পরিষ্কার রাখতে সাহায্য করে।

দিনের মধ্যে একবার অন্তত দই-ভাত খান। বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে খেলেই সবচেয়ে ভালো। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে দই-ভাত।

রাতে শোওয়ার আগে অবশ্যই খান গুলকন্দ মিল্ক। এই দুধ শরীর ঠাণ্ডা করে রাতে ভালো ঘুম হওয়ার ক্ষেত্রে সাহায্য করে। যদি গুলকন্দ কী না জানেন তা হলে জেনে নিন, গোলাপ ফুলের শুকনো পাঁপড়িকে বলে গুলকন্দ।

প্রতিদিন দুপুরে খাবারের সঙ্গে বা বিকেলের নাস্তা হিসেবে আম খান। এর মধ্যে থাকা বিভিন্ন রকম বি ভিটামিন স্নায়ু শান্ত রাখে ও এনার্জি জোগায়। হ্যাঁ, ডায়াবেটিস থাকলেও আম খেতে পারেন।

(দ্য রিপোর্ট/এফএস/এনআই/এপ্রিল ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর