thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

যে কোনো মুহূর্তে সরকারের পতন : দুদু

২০১৭ এপ্রিল ২৬ ১৬:২৩:৪৩
যে কোনো মুহূর্তে সরকারের পতন : দুদু

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকায় ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত হওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘সময় ফুরিয়ে আসায় যে কোনো মুহূর্তে সরকারের পতন ঘটতে পারে।’

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘হাওর অঞ্চলকে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়। এজন্য সরকারকেই সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। তা করতে ব্যর্থ হলে গণআন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠিত করা হবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর পদত্যাগ দাবি করে দুদু বলেন, ‘সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণাসহ হাওর অঞ্চলের দুর্গত এলাকা নিয়ে মন্ত্রী এবং তার সচিব ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এজন্য আমরা তাদের পদত্যাগ দাবি করছি।’

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের সব কিছু বিকিয়ে দিয়েছেন। এজন্য জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, বাংলাদেশ-ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া।

(দ্য রিপোর্ট/সাআ/এপি/এপ্রিল ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর