thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

গরমকালে বাগানের যত্ন নিবেন যেভাবে

২০১৭ এপ্রিল ২৬ ১৬:৪৬:৩৭
গরমকালে বাগানের যত্ন নিবেন যেভাবে

দ্য রিপোর্ট ডেস্ক : গরমে তাপ বাড়ার সঙ্গে শুরু দুর্ভোগও। প্রচণ্ড গরমে শুধু মানুষ নয়, সকল প্রাণীজগতের দুর্ভোগের শেষ থাকে না। জ্বলেপুড়ে আগুন ধরার জোগাড়। এইসময় বিশেষ যত্নের প্রয়োজন আপনার সাধের বাগানটিরও।

গ্রীষ্মকালে বাগানে লাগাতে পারেন বিভিন্ন ধরনের গাছ। সঠিক যত্ন নিলে গাছের অনেকবেশি বৃদ্ধি হয়। গাছেরবৃদ্ধি ও সজীবতা বজায় রাখতে প্রয়োজন নিয়মিত পরিচর্চা।

১. অন্যান্য সময় গাছে যে পরিমাণ পানি দিতেন, গরমকালে গাছে তার চেয়ে বেশি দিতে হয়। বিশেষ করে টবে রাখা গাছে। একবারে অনেক পানি না দিয়ে সারাদিনে বার কয়েক অল্প-অল্প পানি দিন। সঠিক পানির জোগান গাছকে মরে যাওয়ার হাত থেকে রক্ষা করবে।

২. টবের মাটিতে যদি বালি বেশি থাকে, তাতে মাটি যোগ করুন। বালি পানি ধরে রাখতে পারে না। ফলত, গাছের প্রাণ সংশয় হতে পারে।

৩. প্রয়োজনে টবের মাটি ঢেকে রাখুন। তাতে মাটির পানি সহজে শুকিয়ে যাবে না।

৪. টবের গাছগুলি এদিক-ওদিক ছড়িয়ে না রেখে এক জায়গায় রাখুন। তাতে গাছ অনেক বেশি সতেজ থাকবে।

৫. অনেক ভোরে ও সূর্য ডোবার পরে গাছে পানি দিন।

৬. গরমে গাছে বেশি পানি দিতে হয় ঠিকই। টবে গাছ রাখলে তাতে যেন অতিরিক্ত পানি বেরোনোর জন্য ছিদ্র থাকে। নয়তো গাছ মরে যেতে পারে।

৭. গরমকালে গাছের সতেজতা বজায় রাখতে নিয়মিত সার দেওয়া প্রয়োজন।

(দ্য রিপোর্ট/এফএস/এপ্রিল ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর