thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

বাংলাদেশ কোন কালে জঙ্গি রাষ্ট্র হবে না : বীরেন শিকদার

২০১৭ এপ্রিল ২৬ ১৮:১৮:৪০
বাংলাদেশ কোন কালে জঙ্গি রাষ্ট্র হবে না : বীরেন শিকদার

কুষ্টিয়া প্রতিনিধি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেছেন, ‘বাংলাদেশ কোন কালে জঙ্গি রাষ্ট্র হবে না।’

বুধবার (২৬ এপ্রিল) কুষ্টিয়া স্টেডিয়ামে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত সুইমিং পুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অন্য দেশের জঙ্গি উত্থানের সাথে বাংলাদেশের জঙ্গি উত্থানের কোন সম্পর্ক নেই। আমরা যুবদের যদি খেলা ও সংস্কৃতির সাথে যুক্ত করতে পারি, তবে আমরা আশা করতে পারি যে জঙ্গি থেকে মুক্ত হতে পারবো। অন্যান্য দেশে জঙ্গির যে উত্থান তাতে বিএনপির খুশি হওয়ার কিছু নেই। কেননা বাংলাদেশ কোন কালেও জঙ্গি রাষ্ট্র ছিল না এবং হবেও না। আমাদের সংস্কৃতির সাথে জঙ্গীবাদ মেলে না।’

এ সময় তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ করেছেন তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতে হবে, তাদের প্রশিক্ষণ দিতে হবে, তবেই ক্রীড়া ক্ষেত্রে আমরা অবশ্যই এগিয়ে যাব।’

এ সময় সুইমিং পুলের উদ্বোধক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ‘অতিরিক্ত বৃষ্টিপাতে হাওর অঞ্চলের মানুষের ক্ষতি ও কষ্ট লাঘবে সরকার সার্বিক সহযোগিতা করছেন। কৃষকরা যেন খাদ্য, সেবা ও বাসস্থান পায় সেদিকে লক্ষ্য রাখছে সরকার। অন্যদিকে বিএনপি এই অসহায়দের পাশে না দাঁড়িয়ে নোংরা রাজনীতি করছে। গণতান্ত্রিক দেশে রাজনৈকি অনুষ্ঠান করার অধিকার সবার আছে, তবে এর নাম করে কেউ জ্বালাও পোড়াও করলে জনগণই তাদের প্রতিহত করবে।’

জেলা প্রশাসক মো. জহির রায়হানের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাহবুব উল আলম হানিফ।

এ সময় কুষ্টিয়ার কৃতি সন্তান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাসার সুমন, কৃতি সাতারু রুবেল রানা, সবুরা খাতুন, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ কুমার নন্দীসহ ক্রীড়া সংস্থা ও আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/একেএ/এমএইচএ/এপ্রিল ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর