thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

লালমনিরহাটে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে অনশন

২০১৭ এপ্রিল ২৬ ১৯:৩৩:৫২
লালমনিরহাটে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে অনশন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে বে-সরকারি শিক্ষক কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পুর্ণাঙ্গ উৎসব ভাতাসহ চাকরি জাতীয়করণের দাবিতে অনশন ধর্মঘট পালিত হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) জেলার প্রাণকেন্দ্র মিশনমোড় গোল চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) লালমনিরহাট জেলার শাখার আয়োজনে এ অনশন ধর্মঘট পালিত হয়।

অনশন চলাকালীন দুপুরের পর লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান শিক্ষকদের জুস পান করিয়ে অনশন ভাঙ্গেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) লালমনিরহাট জেলা শাখার সভাপতি খুরশিদুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, লালমনিরহাট সদর উপজেলা কমিটির সভাপতি খায়রুজ্জামান বাদল, হাতিবান্ধা উপজেলা কমিটির সভাপতি মজিবর রহমানসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, আমরা শিক্ষকগণ নাকি মানুষ গড়ার কারিগর। অথচ সেই শিক্ষকদের প্রতি বর্তমান সরকারের কোন নজর নেই। আমরা যারা মাধ্যমিক বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছি। সেই শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের এমপিওভুক্তসহ বে-সরকারি শিক্ষক কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবি জানান।

তারা আরও বলেন, আগামী ১৪ মে তারিখের মধ্যে আমাদের দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনে যাবো আমরা।

এ বিষয়ে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান জানান, কয়েক দিনের মধ্যে তাদের দাবিসমূহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পেশ করে তাদের দাবি আদায়ে অনুরোধ করা হবে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এমএইচএ/এপ্রিল ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর