thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

জাতীয় হকির আসর বসছে বৃহস্পতিবার

২০১৭ এপ্রিল ২৬ ২২:৫১:০৩
জাতীয় হকির আসর বসছে বৃহস্পতিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের ৩২ দল নিয়ে ২৭ এপ্রিল(বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ‘এটিএন বাংলা ৩১তম জাতীয় হকি গোল্ডকাপ।’ আসরে ৮টি গ্রুপে খেলবে বিভিন্ন বিভাগীয় দল, জেলা দল, সার্ভিসেস দল, শিক্ষা বোর্ড দল ও বিকেএসপির দল। প্রতিটি গ্রুপের শীর্ষ আটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে নকআউট পর্ব। আর সেখান থেকে চারটি দল সেমিফাইনাল এবং পরবর্তীতে দুটি দল ফাইনাল খেলবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ১ লাখ, রানার্স-আপ দল ৫০ হাজার ও তৃতীয় স্থান অধিকারকারী দল ২০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় ১০ হাজার টাকা করে পাবেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও নক-আউটপর্বের ম্যাচগুলো এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে।

বুধবার(২৬ এপ্রিল) বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আসরের বিস্তরিত জানান আয়োজকরা। এসময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এটিএন বাংলার উপদেষ্টা (চেয়ারম্যান) কর্নেল (অব.) মীর মোতাহার হাসান, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ, আনভীর আদিল খান ও আব্দুর রশিদ শিকদার উপস্থিত ছিলেন।

আসরের ‘ক’ গ্রুপে রয়েছে ফরিদপুর জেলা, চট্টগ্রাম জেলা, নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা শিক্ষা বোর্ড।

‘খ’ গ্রুপে বাংলাদেশ নৌবাহিনী, মেহেরপুর জেলা, নড়াইল জেলা ও গাজীপুর জেলা।

‘গ’ গ্রুপে বাংলাদেশ সেনাবাহিনী, রংপুর জেলা, ঝিনাইদহ জেলা ও সিলেট জেলা।

‘ঘ’ গ্রুপে রয়েছে ঢাকা জেলা, দিনাজপুর জেলা, রাজশাহী জেলা ও বরিশাল জেলা।

‘ঙ’ গ্রুপে রয়েছে সাতক্ষীরা জেলা, ঠাকুরগাঁও জেলা, ময়মনসিংহ জেলা ও কুড়িগ্রাম জেলা।

‘চ’ গ্রুপে রয়েছে বিকেএসপি, জয়পুরহাট জেলা, নাটোর জেলা ও চট্টগ্রাম বিভাগ।

‘ছ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ বিমানবাহিনী, পটুয়াখালী জেলা, খুলনা জেলা ও রাজশাহী বিভাগ।

আর ‘জ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ পুলিশ, কুমিল্লা জেলা, ফেনী জেলা ও শরিয়তপুর জেলা।

(দ্য রিপোর্ট/এজে/এপ্রিল ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর