thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ওসাসুনার জালে গোল উৎসব বার্সার

২০১৭ এপ্রিল ২৭ ০৯:২৫:০০
ওসাসুনার জালে গোল উৎসব বার্সার

দ্য রিপোর্ট ডেস্ক : মাদ্রিদ জয়ের পর এ বার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ওসাসুনাকে উড়িয়ে দিল বার্সেলোনা। জোড়া গোল লিওনেল মেসি এবং আন্দ্রে গোমেজ, পাকো আলকাসেরের জোড়া গোলে ৭-১ গোলের দুরন্ত জয় পেয়েছে লুইস এনরিকের দল। দলের হয়ে বাকি গোলটি করেন হাভিয়ের মাসচেরানো।

ওসাসুনাকে হারিয়ে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। যদি পরের ম্যাচে জয় দিয়ে বার্সাকে ধরে ফেলেছে রিয়াল মাদ্রিদ। দুই দলের পয়েন্টই এখন সমান।তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শীর্ষে লুইস এনরিকের দল। তবে বাকি পাঁচ ম্যাচে দুই পয়েন্টের বেশি না হারালেই চ্যাম্পিয়ন হবে জিনেদিন জিদানের দল।

প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ২-০। দ্বিতীয়ার্ধের শুরুতে ওসাসুনার হয়ে ব্যবধান কমান রবার্তো তোরেস। আশা করা গিয়েছিল দ্বিতীয়ার্ধে বার্সেলোনার বিরুদ্ধে পাল্টা আক্রমণে আসবে ওসাসুনা। কিন্তু ওসাসুনা সমর্থকদের সেই আশা নিরাশায় পরিণত হয় শেষ পর্যন্ত।

রবিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের ঘরের মাঠে যে বিধ্বংসী মেজাজে রোনালদোদের হারিয়ে ম্যাচ শেষ করেছিলেন, নিজেদের মাঠে এ দিন যেন সেখান থেকেই শুরু করেছিলেন। সমর্থকরাও ‘মেসি ৫০০’ লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছিলেন স্টেডিয়ামে। মঙ্গলবারই বার্সেলোনা কোচ লুইস এনরিকে বলেছিলেন, রিয়ালকে হারিয়ে নতুন ভাবে উজ্জ্বীবিত হয়েছে তার দল। এ দিন ওসাসুনার বিরুদ্ধে দেখা গেল তার বহিঃপ্রকাশ। এ বারের লা লিগায় নিচের সারির দলগুলোর কাছে পয়েন্ট নষ্ট করে নিজেদের সমস্যা বাড়িয়েছিলেন মেসিরা। কিন্তু রিয়াল বধের পর সেই রোগ সেরে গছে মেসিদের।

বার্সা কোচ এ দিন দলও অনেকটা বদলে দিয়েছিলেন। রিয়ালের বিরুদ্ধে যে প্রথম একাদশ তিনি নামিয়েছিলেন সেই দলের সার্জিও রবার্তো, উমতিতি, ইনিয়েস্তা, লুইস সুয়ারেজ, জর্দি আলবাদের এ দিন বিশ্রাম দিয়েছিলেন এনরিকে। বদলে তিনি শুরু থেকেই ওসাসুনার বিরুদ্ধে নামিয়ে দিয়েছিলেন মাসচেরানো, লুকাস ডিগনে, ডেনিস সুয়ারেজ, আন্দ্রে গোমেজ এবং আর্দ্রা তুরানকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে বার্সেলোনা। ম্যাচের ১২ মিনিটের মাথায় দুর্দান্ত প্রতি-আক্রমণে মেসির গোলেই এগিয়ে যায় কাতালানরা। এর কিছু পরেই বার্সার হয়ে দ্বিতীয় গোল করে যান আন্দ্রে গোমেজ। যে গোলের পিছনে রাকিতিচের অবদান অনেকটাই। দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়ার কিছু পরেই ফের গোল করে বার্সেলোনার হয়ে ব্যবধান বাড়ান গোমেজ। আর এই বার্সেলোনার এই গোলের পরেই পুরোপুরি ভেঙে পড়ে ওসাসুনার যাবতীয় প্রতিরোধ।

কিছু পরেই স্কোরলাইন ৪-১ করেন মেসি। দুই সতীর্থকে জোড়া গোল করতে দেখে দু’গোল করলেন পাকো আলকাসেরও। যার মাঝে রয়েছে পেনাল্টি থেকে মাসচেরানোর করা গোল। ওসাসুনা বক্সে বল নিয়ে ঢোকার সময় ডেনিস সুয়ারেজকে অবৈধ ভাবে আটকেছিলেন ডিফেন্ডাররা। রেফারি পেনাল্টি দিলে ওসাসুনা গোলকিপার সিরিগুকে পরাস্ত করে সাত বছরে প্রথম গোল করেন মাসচেরানোও। ফলে ম্যাচ শেষে ৭-১ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/এপ্রিল ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর