thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

তিন সন্ধ্যায় এক নাটক

২০১৭ এপ্রিল ২৭ ১০:২৪:৪৫
তিন সন্ধ্যায় এক নাটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : পাহাড়ি ঢালে ঝরণার পানিতে ভেসে আসা এক মানবশিশুকে নিয়ে চাকমাদের মনে আনন্দের জোয়ার বইছে। নাম-পরিচয়হীন সেই এতটুকু মানবশিশুকে কোলে তুলে জনপদে নিয়ে এসেছিলেন মঙ্গল নামের এক বীর মুক্তিযোদ্ধা। দূরে পানিতে ভেসে যেতে দেখেছেন এক মহিলাকে, হয়তো সেই মা জননী।

এমনই এক গল্পের মধ্য দিয়ে লোকালয়ে যুদ্ধশিশু জাইদুল ইসলামকে কেন্দ্র করে নননপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে। গল্পের কাহিনী এগিয়ে যায়। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ২৭ ও ২৯ এপ্রিল সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী হবে।

এ ছাড়া ২৮ এপ্রিল নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই নাটকের আরেকটি প্রদর্শনী হবে। এটি ‘থিয়েটার ৫২’-এর প্রথম নাট্যপ্রযোজনা। বদরুজ্জামান আলমগীর রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ।

নাটকটিতে অভিনয় করবেন-নূরে খোদা মাসুক সিদ্দিক, রবিন বসাক, সুরভী রায়, তাসনুভা তানহা, মো. নজরুল ইসলাম, মিজানুর রহমান, আদিব মজলিশ খান, হুমায়রা সারিকা, মো. আসাদুজ্জামান সরকার রিপন, রাহুল আলম, মো. রাসেল, শ্রাবণ ইসলাম, ফয়সাল প্রধান, মারজিয়া জাবীন তন্বী, শৈবাল চৌধুরী, অরিত্র মহলানবীশ, অন্তিক মহলানবীশ, আব্দুল্লাহ আল-রুম্মান।

নাটকের সেট ও লাইট ডিজাইন করেছেন পলাশ হেনড্রি সেন। সংগীত পরিচালনা করেছেন এবিএসজেম। কণ্ঠ দিয়েছেন-চেতনা রহমান ভাষা, গোপী দেবনাথ, সুরভী রায়, মো. নজরুল ইসলাম, রতন হক ও জয়িতা মহলানবীশ। পোশাক ডিজাইন করেছেন আফছান আনোয়ার।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/এপ্রিল ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর