thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

রোকেয়া প্রাচীর নতুন অভিযান

২০১৭ এপ্রিল ২৭ ১০:২৬:৩৪
রোকেয়া প্রাচীর নতুন অভিযান

পাভেল রহমান, দ্য রিপোর্ট : অভিনয়শিল্পী হিসেবে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছেন, নির্মাতা হিসেবে রয়েছে দেশজুড়ে খ্যাতি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি রোকেয়া প্রাচী। ‘মাটির ময়না’-খ্যাত এই অভিনেত্রীকে রাজনীতির মাঠেও দেখা গেছে সক্রিয়। বিভিন্ন রাজনৈতিক সভা-সেমিনারে নিয়মিতই দেখা যায় তাকে।

এবার নতুন এক অভিযানে নেমেছেন রোকেয়া প্রাচী। এই অভিনেত্রী বলেন, ‘এ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। ভাষা আন্দোলনের ইতিহাস জানে না। এমনকি বঙ্গবন্ধু সম্পর্কেও সঠিক ধারণা নেই তাদের। তাই স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষার্থীদের মাঝে সেসব জ্ঞান পৌঁছে দিতে কাজ করছেন তিনি।

গুণী এই অভিনয়শিল্পী বলেন, আমাদের শিশুরা সাধারণত পাঠ্যবইয়ের বাইরে অন্য কোনো বই পড়ে না। কিন্তু ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, কিংবা ১৫ আগস্টের মতো ঘটনাগুলো জানার জন্য ওই পাঠ্যবইগুলো পর্যাপ্ত নয়। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে যদি কিছু পড়াশোনার ব্যবস্থা করানো যায় তাহলে তারা হয়তো বিপথগামী হবে না।’

নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম তুলে ধরার প্রত্যয়ের কথা জানিয়ে রোকেয়া প্রাচী বলেন, ‘এ দেশে এখন সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বেড়ে গেছে। আমি চাই সঠিক ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে কোমলমতি শিশু ও কিশোরদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে। আর সে জন্যই আমার এই নতুন অভিযান। আশা করছি একটি ইতিবাচক ফল পাবো।’

রোকেয়া প্রাচী জানান, এই কাজটি তিনি শুরু করেছেন তারই জন্মস্থান ফেনী জেলা থেকে। আর তা নিজের এলাকা সোনাগাজী উপজেলাতেই। এ নিয়ে গত দুই বছর ধরে বিভিন্ন স্থানে জরিপ করেছেন। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে রোকেয়া প্রাচী তার এ নতুন কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার লক্ষ্যটা শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তাদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া। সেটা হতে পারে চিত্রাঙ্কন, প্রবন্ধ লিখা প্রতিযোগিতা কিংবা অন্য কোনো আয়োজনে। তবে এ কাজ আমি একা করছি না। ফেনীতে থাকা অসংখ্য তরুণ-তরুণী আমার সঙ্গে আছে।’

প্রাচী জানান, এ প্রকল্পের কাজ চলবে টানা এক বছর। সোনাগাজী ছাড়াও ফেনীর প্রতিটি থানার স্কুল, মাদরাসা ও কলেজে তিনি এ কার্যক্রম চালিয়ে যাবেন। পরে দেশের বিভিন্ন অঞ্চলে কাজটি করবেন।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এম/এনআই/এপ্রিল ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর