thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

দেপোর্তিভোর বিপক্ষে রিয়ালের বড় জয়

২০১৭ এপ্রিল ২৭ ১০:৩৫:২৭
দেপোর্তিভোর বিপক্ষে রিয়ালের বড় জয়

দ্য রিপোর্ট ডেস্ক : স্প্যানিশ লা লিগায় নিচের সারির দল দেপোর্তিভো লা করুনার বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। জেমস রদ্রিগেজের জোড়া গোলে দেপোর্তিভো ৬-২ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল।

আগের ম্যাচে ওসাসুনার মাঠে ৭-১ ব্যবধানে জিতে তিন পয়েন্টে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। পরের ম্যাচেই দেপোর্তিভো লা করুনাকে সহজেই হারিয়ে পয়েন্টের হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বীদের ধরে ফেলেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ও রিয়াল, দুই দলেরই পয়েন্ট ৭৮। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শীর্ষে লুইস এনরিকের দল। তবে বাকি পাঁচ ম্যাচে দুই পয়েন্টের বেশি না হারালেই চ্যাম্পিয়ন হবে জিনেদিন জিদানের দল।

বুধবার রাতে লা লিগায় রিয়ালও গোল উৎসব করেছে। প্রতিপক্ষের মাঠে ৬-২ গোলের বড় জয়ে জোড়া গোল করেন হামেস রদ্রিগেস। একটি করে গোল করেন আলভারো মোরাতা, লুকাস ভাজকুয়েজ, ইসকো ও কাসেমিরো।

এই ম্যাচে দলে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো, টনি ক্রুস, সার্জিও রামোস ও গ্যারেথ বেল। সব মিলিয়ে ক্লাসিকোর শুরুর একাদশের মাত্র দুই জন মার্সেলো আর নাচো ফার্নান্দেস ছিলেন দেপোর্তিভোর বিপক্ষে প্রথম একাদশে। তারপরও রিয়ালের শুরুটা হয় চমৎকার। ম্যাচ শুরুর ৫৩ সেকেন্ডের মাথায় প্রতিপক্ষের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় তারা।

ম্যাচের প্রথম মিনিটেই আলভারো মোরাতার গোলে লিড নেয় রিয়াল। প্রথম একাদশে খুব বেশি সুযোগ না পাওয়া মোরাতার এবারের লিগে এটা ত্রয়োদশ গোল। এরপর ম্যাচের চতুর্দশ মিনিটে সহজ গোলে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগেস।

৩৫তম মিনিটে খেলার ধারার বিপরীতে ব্যবধান কমায় দেপোর্তিভো। ডান দিক থেকে উড়ে আসা বল রাফায়েল ভারানে-মার্সেলোরা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ফাঁকায় পেয়ে লক্ষ্যভেদ করেন রোমানিয়ার ফরোয়ার্ড ফ্লোরিন আন্দোনে।

বিরতির খানিক আগে বাঁ-দিক থেকে মার্সেলোর শট এক ডিফেন্ডার ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ছয় গজ বক্সের মুখে পেয়ে সহজেই স্কোরলাইন ৩-১ করেন ভাসকেস।

৬৬তম মিনিটে মোরাতার বাড়ানো বল ফাঁকায় পেয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন রদ্রিগেজ।

৭৭তম মিনিটে ব্যবধান আরও বাড়ান ইসকো। আর ৮৭তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে দলের ষষ্ঠ গোলটি করেন কাসেমিরো।

এই দুই গোলের মাঝে ৮৪তম মিনিটে হেডে ব্যবধান কমান স্পেনের মিডফিল্ডার হোসেলু।

এর আগে ওসাসুনার মাঠে ৭-১ গোলের বিশাল জয় পায় বার্সেলোনা। দুটি করে গোল করেন লিওনেল মেসি, আন্দ্রে গোমেস ও পাকো আলকাসের। অপর গোলটি হাভিয়ের মাসচেরানোর।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/এপ্রিল ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর