thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

না ফেরার দেশে বিনোদ খান্না

২০১৭ এপ্রিল ২৭ ১৩:৩৮:২৬
না ফেরার দেশে বিনোদ খান্না

দ্য রিপোর্ট ডেস্ক : চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন ভারতের বরেণ্য অভিনেতা বিনোদ খান্না। বেশ কিছুদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই অভিনেতার মৃত্যু খবর জানিয়েছে।

চলতি বছরের ৩১ মার্চ মুম্বাইয়ের গিরগাম এলাকার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে অসুস্থতা নিয়ে ভর্তি হন এই অভিনেতা।

বিনোদ খান্নার অভিনয় জীবন দীর্ঘ চার দশকের। নেতিবাচক চরিত্রে রুপালী ভুবনে পদচারণা শুরু করলেও অল্প সময়েই তিনি নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হন। ‘হেরাফেরি’ ‘মুকাদ্দর কা সিকান্দর’, ‘অমর আকবর অ্যান্টনি’র মতো ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন বিনোদ।

একাধিকবার ফিল্মফেয়ারের সহ-অভিনেতার পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। এছাড়া বিনোদ খান্না ১৯৯৯ সালে ফিল্মফেয়ারে আজীবন সম্মাননা অর্জন করেন।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/এপ্রিল ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর