thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

রাজধানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

২০১৭ এপ্রিল ২৭ ১৪:২৮:৩৯
রাজধানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

দ্য রিপোর্ট প্রতিবেদক : কোনো নোটিস না দিয়েই পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওই কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আলিফ গ্রুপের হেক্সা গার্মেন্টস নামের কারখানার শ্রমিকদের এ বিক্ষোভের কারণে সকাল ১০টা থেকে এ সড়কের সায়েন্স ল্যাবরেটরি-বাটা সিগন্যাল অংশে যান চলাচল বন্ধ রয়েছে বলে নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমান জানান।

তিনি বলেন, ‘কারখানাটির মালিকপক্ষ কারখানাটি স্থানান্তরের চিন্তাভাবনা করছে, শ্রমিকরা তাতে রাজি নয়। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।’

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, ওই কারখানার হাজারেরও বেশি শ্রমিক সকাল ১০টার দিকে কারখানা বন্ধের প্রতিবাদে ও দাবি আদায়ের জন্য মাল্টিপ্লান সেন্টারের সামনে জড়ো হয়ে সড়কে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত শ্রমিকদের মুখপাত্র হেক্সা গার্মেন্টসের অপারেটর সোমা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম বলেন, ‘শ্রমিকদের না জানিয়ে রাতে কারখানা থেকে মেশিন সরিয়ে ফেলা হয়েছে। বিনা নোটিসে কারখানা বন্ধ করে দিয়েছে। আমরা পথে বসে গেছি।’

‘চলতি বছরের জানুয়ারি থেকে বেতন বৃদ্ধির কথা থাকলেও মালিকপক্ষ টালবাহানা করে আসছে। নিয়মিত বেতন দেওয়া হতো না। বোনাস নেই, ওভারটাইমের টাকা দেয় না। মালিকপক্ষ আমাদের সঙ্গে কথা বলছে না।’ দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান তিনি।

নিউ মার্কেট থানার ওসি বলেন, ‘আমরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পর কারখানা কর্তৃপক্ষেরও আসার কথা। আশা করি সমস্যা মিটে যাবে।’

(দ্য রিপোর্ট/এম/এনআই/এপ্রিল ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর