thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ডিএসইতে ৩ কার্যদিবসে বেড়েছে ৯৯ পয়েন্ট

২০১৭ এপ্রিল ২৭ ১৫:৩৮:৫৭
ডিএসইতে ৩ কার্যদিবসে বেড়েছে ৯৯ পয়েন্ট

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের শেয়ারবাজার টানা ৫ কার্যদিবস পতন শেষে ৩ কার্যদিবস ধরে উত্থানে রয়েছে। এ সময় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৯ পয়েন্ট বেড়েছে। বৃহস্পতিবারের (২৭ এপ্রিল) লেনদেনের মাধ্যমে সূচকে এ টানা উত্থান হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৫৫৩৪ পয়েন্টে। যা বুধবার ৪৮ পয়েন্ট ও মঙ্গলবার ৩৪ পয়েন্ট বেড়েছিল। এ হিসাবে ৩ কার্যদিবসে সূচক বেড়েছে ৯৯ পয়েন্ট। তবে এর আগে টানা ৫ কার্যদিবসের (১৮-২৪ এপ্রিল) পতনে ১৬০ পয়েন্ট কমেছিল।

বৃহস্পতিবার ডিএসইতে ৬৯৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৬৭৭ কোটি ৮১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২১ কোটি ৪ লাখ টাকার বা ৩ শতাংশ।

এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে ১৭৩টি বা ৫৩.৭৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১১০টি বা ৩৪.১৬ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি বা ১২.১১ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এ দিন কোম্পানির ৩৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ২৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক।

লেনদেনে এরপর রয়েছে- ন্যাশনাল ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, বিডিকম অনলাইন, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ডেসকো ও ইসলামি ব্যাংক।

এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৪০৭ পয়েন্টে। বাজারটিতে ৩৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪২টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তীত রয়েছে ২১টির।


(দ্য রিপোর্ট/আরএ/এপ্রিল ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর